ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে ‘বাসায় কি মানবে’ নামে একটি খণ্ড নাটক।
এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। লিখেছেন অনামিকা মণ্ডল।
রাজধানীর উত্তরা ও ধানমণ্ডির বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে।
এর গল্পে দেখা যাবে বাবু ও বৃষ্টি দু’জন দু’জনকে ভালোবাসে। এক সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়।
কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি।
জানালে তাদের বাবা-মা বিষয়টা কীভাবে নেবে এ নিয়ে চিন্তার শেষ নেই।
তারা দু’জনই যুক্তি করে এমন সিচুয়েশন তৈরি করতে হবে যেন ভালোবাসার কথা বাসায় মেনে নেয়।
এভাবেই মজার ঘটনা নিয়ে নাটকের গল্প এগিয়ে যায়।
এতে বাবু চরিত্রে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান।
বৃষ্টি চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিনকে।
১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় ভালোবাসা দিবস উপলক্ষ্যে হিয়া এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।