ভালোবাসা দিবস উপলক্ষে দেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মালিকানাধীন প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’।
এটি একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, করোনাকালীন ভালোবাসা দিবসে এক জোড়া শ্রমজীবী নব দম্পতির আবেগ-অনুভূতি এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে।
একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে এ দম্পতি।
সেখানে দু’জনের মধ্যে প্রেম আর প্রেম থেকে বিয়ে। বিয়ের পর এটাই তাদের জীবনের প্রথম ভালোবাসা দিবস।
দিবসটি সম্পর্কে অভিজ্ঞতা নিতে দু’জনই ছুটি নিয়ে ঘুরতে বেড়িয়েছে আর ঘুরতে গিয়েই ঘটতে থাকে বিভিন্ন ঘটনা।
এই নব দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা সারিকা ও সাঈদ বাবু।
অনুষ্ঠানে মূল গান রয়েছে ৩টি। ‘পিরিতি কাঁঠালের আঠা…’ শীর্ষক জনপ্রিয় লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন সংগীতশিল্পী পলাশ।
সংগীতায়োজন করেছেন জেভিয়ার টয়। দুরবিন ব্যান্ড নিয়ে একটি আঞ্চলিক গান গেয়েছেন সংগীতশিল্পী শহীদ। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
অন্য একটি গান গেয়েছেন প্রতিক হাসান ও ঐশী।
গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।
অনুষ্ঠানে দেখা যাবে যশোরের গদখালীর পানিসারা গ্রাম ও সাভারের বিরুলিয়া গ্রামের ফুলের বাজার এবং ফুল চাষের ওপর বিশেষ প্রতিবেদন।
সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল আর তার প্রেমের গল্প নিয়ে রয়েছে আরেকটি প্রতিবেদন।
এবারের পাঁচফোড়নে এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে, আড়ালে বা গর্তেও নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে।
ভালোবাসা ও করোনা সচেতনতার ওপর বেশক’টি নাট্যাংশ রয়েছে।
অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।