বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে কণা ও ইমরানের গাওয়া নতুন গান ‘হৃদয় একটা আয়না’।
কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।
এটি প্রকাশ হয়েছে অনুপম মিউজিকে। এটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন শিল্পীদ্বয়।
এ প্রসঙ্গে কণা বলেন, গানটির সুর এবং সঙ্গীতায়োজন ইমরান এক কথায় অনেক যত্ন নিয়ে করেছে বিধায় গানটির জন্য সাড়া পাচ্ছি।
মাত্র একদিনেই আমি খুব সাড়া পাচ্ছি।
ইমরান বলেন, খুব অল্প সময়ে যেভাবে ভিউ বাড়ছে তাতে সহজেই বলা যায়- এ গানটিও একটি মাইলফলক গান হতে পারে।
আমার ভক্ত-শ্রোতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে তারা আমার এবং কণা আপুর গাওয়া নতুন এ গানটি বেশ আগ্রহ নিয়ে শুনছেন।
কণা এবং ইমরান প্রথম তন্ময় তানসেনের না হওয়া সিনেমা ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ সিনেমায় প্রথম প্লে-ব্যাক করেন।
এ সিনেমায় তাদের গাওয়া গানটি ছিল ‘রোমিও জুলিয়েট’। সিনেমাটি না হলেও গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এরপর থেকে সংগীত জুটি হিসেবে জনপ্রিয়তা নিয়ে গানের ভুবনে বিচরণ করছেন তারা।
অডিও গানের পাশাপাশি ছবিতেও নিয়মিত গাইছেন তারা।