গত ৮ ফেব্রুয়াতে ইউটিউবে মুক্তি পায় মোশাররফ করিমের নতুন নাটক।
শামীম জামানের গল্প, চিত্রনাট্য পরিচালনায় নাটকটি ঈগল মিউজিকের (ঈগল প্রিমিয়ার স্টেশন) ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়।
সম্প্রচারের তিন দিনের মধ্যেই তা প্রায় সাড়ে ৯ লাখেরও বেশি পাঠক দেখে ফেলেছেন।
কচি আহমেদের প্রযোজনায় নাটকটিতে মোশাররফ করিমের সহশিল্পী ছিলেন সালহা খানম নাদিয়া।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন দৃশ্য মানিকগঞ্জের বিভিন্ন এলাকার।
পরিচালক শামীম জামান বলেন, মোশাররফ ভূত টাইপের লোক। সব কিছুতেই ভয় পায়।
পান থেকে চুন খসলেই ভয় পেয়ে যায়।
নাটকের গল্পটি মূলত ভয় নিয়েই। নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন।