নতুন একটি বিজ্ঞাপনে সম্প্রতি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এটি মোবাইল ফোনে আর্থিক সেবাদান প্রতিষ্ঠান নগদের বিজ্ঞাপন। নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
নির্মাতা জানিয়েছেন, এটি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র কয়েকটি সেবা নিয়ে সিরিজ বিজ্ঞাপন।
এ ধরনের ছয়টি বিজ্ঞাপন নির্মিত হয়েছে। এর একটিতে অভিনয় করেছেন চঞ্চল।
এ বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘নগদের বিভিন্ন সুবিধা নিয়ে হাস্যরসাত্মকভাবে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে।
এটি দেখে দর্শক তথ্য জানার পাশাপাশি বিনোদিতও হবেন।’ বিজ্ঞাপনটি এরই মধ্যে প্রচারও শুরু হয়েছে।
এদিকে চঞ্চল চৌধুরী কিছুদিন আগে ভারত গিয়েছেন বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং করতে।
সেখানে প্রথম লটে তার অংশের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন।
এ ছাড়া গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ছবির কাজও শেষ করেছেন তিনি।
পাশাপাশি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেতা।