তানজীব সারোয়ার ও বাঁধন সরকার শ্রোতাপ্রিয় শিল্পী। তবে জুটি বেঁধে এর আগে মাত্র একটি গান গেয়েছেন তারা। ‘ফানুশ’ নামের সেই গানটি প্রশংসিত হয়েছিল।
সিএমভির প্রযোজনায় গানটি প্রকাশ হয় গত কোরবানির ঈদে।
সেই ধারাবাহিকতায় একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগামী ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে এই সংগীত জুটির দ্বিতীয় গান ‘হারিয়ে গেলে কষ্ট পাব’।
গানটির কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এ গান প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ‘গানটির গ্ল্যামারাস ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
আর এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তন্ময়। কণ্ঠশিল্পী হিসেবে ভিডিওতে আমি ও পূজাও। এটি ভালোবাসার গান। ভালো বাংলা গান।’
পূজা বলেন, ‘তানজীব ভাইয়ার সঙ্গে এটা আমার ২য় গান। প্রথম গানটির জন্য দারুণ সাড়া পেয়েছিলাম।
এবারের গানটিতে রোমান্টিক একটি গল্প আছে। ছেলেটা প্রেম করতে চায়। মেয়েটা বন্ধু থাকতে চায়। ভিডিওটাও দারুণ হয়েছে।’
গানটি ১৩ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।