করোনাকালেও অভিনয়ে নিয়মিত শাহনূর। কাজ করছেন কয়েকটি নাটক ও ছবিতে।
সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত একটি ছবির শুটিং করেছেন তিনি। নাম ‘আশীর্বাদ’।
এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। গত তিন দিন রাজধানীর বসিলায় প্রতিবন্ধীদের একটি স্কুলে এ ছবির শুটিং হয়।
ছবিতে নিজের চরিত্র এবং অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘বছরজুড়েই আমি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কিছু কাজ করি।
আশীর্বাদ ছবিতে আমি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। তাও আবার প্রতিবন্ধী শিশুদের ডাক্তার।
এ কারণে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। গল্প যা শুনেছি, তাতে মনে হচ্ছে ছবিটি দর্শকের ভীষণ ভালো লাগবে।
তা ছাড়া মানিক একজন মেধাবী পরিচালক। তাই ছবিটি নিয়ে আমি আশাবাদী।’ এ ছবিতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন রোশান ও মাহিয়া মাহি।
এর আগে ‘হাজার বছর ধরে’ ও ‘কাকতাড়ুয়া’ নামে দুটি অনুদানের ছবিতে অভিনয় করেছেন শাহনূর।
বর্তমানে এ অভিনেত্রী তার বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফফর আলীকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন।