করোনার মধ্যেও নিয়মিত গান প্রকাশ করছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা রাসেল। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মেঘের বাড়ি যাব’। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে এই গানটিতে টিনার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন আরিফ।
গত সপ্তাহে গানটি ‘জিসান মাল্টিমিডিয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির সঙ্গে ভিডিও রয়েছে। এতে মডেল হয়েছেন অন্তু করিম ও সামান্তা শিমু।
এ গান প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথা ও সুরে গানটি গেয়েছি। সুর ও কথার চমৎকার সমন্বয় হয়েছে এতে। এটি প্রকাশের পর থেকে শ্রোতাদের ভালো সাড়া পেয়েছি।’
প্রসঙ্গত টিনার সংগীতজগতে আবির্ভাব ২০১১ সালে প্লেব্যাক দিয়ে। তার অভিষেক অ্যালবামের নাম ‘আজ কি বৃষ্টি হবে’। এখন পর্যন্ত ছবিতে ৩০টি গানে কণ্ঠ দিয়েছেন টিনা।
গান দিয়ে পরিচিতি এলেও মডেলিং এবং উপস্থাপনায়ও সপ্রতিভ টিনা। টিনার গানে হাতেখড়ি স্কুলজীবনের শুরুতে মায়ের কাছে। মা শামসুননাহার ভালো গাইতেন। প্লেব্যাক ও অডিওর পাশাপাশি স্টেজ শো নিয়ে টিনা এখন ব্যস্ত সময় পার করছেন।