অভিনেতা ডিপজল ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে সংঘর্ষ চলছে! তবে এই সংঘর্ষ বাস্তবে নয়, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের প্রয়োজনে এমনটা করছেন তারা।
শুক্রবার (২২ জানুয়ারি) সাভারের ফুলবাড়িয়ার পুলিশ টাউনে দৃশ্যধারণ করা হয় বলে জানান জয় চৌধুরী। এই অ্যাকশন দৃশ্যটি পরিচালনা করছেন ফাইট ডিরেক্টর মিঠু।
এ সিনেমার দৃশ্য নিয়ে জয় চৌধুরী বলেন, ‘মানুষ কেন মানুষ’ সিনেমাটিতে আমি একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছি। আর ডিপজল চাচ্চু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী চরিত্রে অভিনয় করছেন। দু’জনার চরিত্র দুই ধরনের। এটা নিয়ে তৈরি হয় আমাদের সংঘর্ষ।’
অভিনেতা ডিপজল ও চিত্রনায়ক জয় চৌধুরী আট বছর পর একসঙ্গে কাজ করছেন। অমি বনি কথাচিত্রের ব্যানারে ক্যারিয়ার শুরু করেন জয়। এরপর প্রায় ডজনখানেক সিনেমা তার মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি ছবি।
প্রসঙ্গত, ফুলবাড়িয়ায় সিনেমাটির শুটিং শেষে মানিকগঞ্জের সিংগাইরে যাবে শুটিং ইউনিট। ডিপজলের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু।
ডিপজল, জয় চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন-মৌ খান, বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।